সেদিন
মাঈন উদ্দিন


সেদিন শ্রী-বিভূষণ হারিয়ে আমি হয়ে যাবো কুশ্রী
চামড়া কুঁচকে গিয়ে রুক্ষ্ম মরুতে থাকবেনা আমার যৌবনশ্রী
শোভাকেশ হারিয়ে সেদিন মাথায় পড়বে টাক
চিক্কণ নিভাঁজ দেহে সেদিন প্রৌঢ় পোশাক
সেদিন থাকবেনা সতেজ চোখের প্রেমী অমিততেজ
সেদিন এই আমিরে মাটি টেনে নিবে বয়োবৃদ্ধির লেজ
ব্যামোতে শুয়ে সেদিন আমি অসাড়,কেবল স্মৃতিচারণ
প্রৌঢ় নিবারণে সেদিন আমার কেবল ব্যার্থ মন্ত্রোচ্চারণ
সেদিন পাকা কেশে আমার পাণ্ডুর চাহনি
পীতাব লোচনে নাজানি কেমন দেখাবে এই জীবনখানি
সেদিন থামবেনা এই বিশ্বের প্রসার,তুমি হইয়োনা অধীর
আমি চলে যাবো ওপার কবরে ফেলে শরীর
সেদিন কী তুমি আমার থাকবে,তোমার প্রীতম তরে?
সেদিন যদি আমি পরে যায় মৃত্যুর ধারে তুমি কী আসবে আমার কবর কিনারে?
সেদিন কী তুমি আমার তরে বেঁচে থাকবে?
মহাহাশরে আমায় পাওয়ার মিনতি করবে?
সেদিন চির-অমর হয়ে আমি তোমার পাশে রবো
সেদিন আবার এই আমি যুবা হয়ে তোমার হাত ধরবো
স্থিরায়ুর স্বর্গে ৩৩ বছরের এক নবউত্থিত যুবা
আমি,আমিই সেই মর্তবাসী তোমার প্রেমী ধ্রুবা
মর্তের সুরে সেদিনের চিরায়মনা ভালোবাসা
সেদিন কী তুমি আমার হবে,এই অন্তিম জিজ্ঞাসা।