বিনিদ্র রজনী   বিফল চেষ্টা
ঘুম সে আসলে কেমন...???
প্রাণ সজনি   আসলে ভ্রষ্টা
সপ্নে ও তো আসেনা তেমন ।


মনে হয় আজ    রাত জাগা শুধু  
নিতান্তই  পন্ডশ্রম...
পোড়ানোই কাজ   সেথা মরুভুমি ধুধু...
হৃদ-অন্বেষণ ভ্রম ।


ক্ষয়ে ক্ষয়ে রাতি  দিশাহারা  দিন
অস্থিরতা তুঙ্গে...
খোলা চোখ-বাতি  প্রিয়তমাহীন--
শুভদিন ক্ষন ভঙ্গে ।


হৃদয় আকাশে মেঘ জমে কালি--
রবির প্রকাশ বন্ধ...
ঝড়ো বাতাসে   প্রিয়তমা বলি
চোখ থেকে ও অন্ধ...


নিরাশায়  ভুগি   আছে কি মুক্তি ?
জীবনে আসুক প্রাণ--
নইতো যোগি   চাই না যুক্তি--
সুখজাগা নিশির ধ্যান ।


কবে কোথা পাব ?  আত্মার প্রিয়ে-
ভেবে ভেবে হই প্রাচীন;
কতদুর যাব ?   সত্তার ক্রিয়ে --
কবে হবে জীবন দিবসহীন ???