পুত্র জনম নিয়েছে হয়ে ভাগ্যবান,
কয়েক বছর শেষে বায়ু প্রাণ ছাড়ে,
দুঃখে-শোকে পিতামাতা হয়েছে অজ্ঞান,  
হেন যুবরাজ বিধি সইতে কি পারে ?


পুত্রাকাঙ্খায় ব্যাকুল সদা প্রাণ-মন,
তিনখানা পরস্পর কন্যা এলো ভবে;
সুশিক্ষিত পিতামাতা ভোলে নিয়ন্ত্রন,
গুজব ছড়িয়ে পড়ে ছেলে নাহি হবে ।


ওঝা-কবিরাজ-বদ্যি গেল অবসান,
মায়ের হঠাত ভক্তি মাতা প্রতি জাগে;
একমাত্র পন্থা এ যে দুশ্চিন্তা আসান,
শ্যামা-মাতা পদতলে পুত্র ভিক্ষা মাগে ।


মাগো দাও ভিক্ষা মোরে এক পুত্র প্রাণ,
পুজারী পুলক চিত্তে দুটি পাবি মা-রে;
ধুলোর পথ প্রান্তর পদাঘাতে ক্ষান,
হর্ষ হৃদয়ে জননী আসে ফিরে ঘরে ।


খুশির বীণেতে নাচে সর্ব মনু জন,
কিছুদিন বাদে এক পুত্র আসে ধামে;
রত্নগর্ভা জননীর মনু সুদর্শন,
সংসারের আনন্দের ধারা নাহি থামে ।


দ্বিতীয় বর পুত্রের কমে আকর্ষণ,
অনিচ্ছাতে তবু পরে কথা রাখিতে;-
অবাঞ্ছিত সন্তানকে দেখায় ভুবন,
বহুদূরে ঠেলে, সবে থাকে একসাথে ।।