কেউ বলে প্রভাতে প্রেয়সীর মুখ নিঃসৃত
‘তুমি’ ডাক শুনলে-
সারাদিনের কর্ম ব্যাস্ততায় একটা দুর্মর
কাঠিন্য জয়ের উদ্যম শক্তির অনুপ্রেরণা পাই;


কেউ বলে ভালবাসার মানুষের মুখের
‘তুই’ ডাক সোনার অভিলাষেই
যেন আমার প্রতিদিনের প্রেমময় সকালটা
দুপুর হয় আর মনচঞ্চলতা হয় সর্বাধিক;


আর ভালবাসার মানুষের মুখের-
আপনিতেও তুই,তুমির আন্তরিকতার অত্যধিক
নিরন্তর প্রেমবান যেন ছুটে আসে সাড়া দিবা-নিশি
তীব্র বেগে আমার হৃদয়ের প্রতিটি দেয়ালে;


তাই সার্বিক বিচারে এটাই প্রতীয়মান-
ভালবাসার মহিমা কোন সন্মোধন কোন মতেই মানেনি
বরং  একটা মাত্র   কটূক্তিতেও, হাজারো
সুব্যবহারের চেয়ে বেশি ছাপ রেখে যেতে সক্ষম ।