অত্যাধুনা ছোঁয়া আজি সারা বিশ্ব জুড়ে,
যৌনতার  উচ্চচাপে  সবে  যাচ্ছে পুড়ে;
যেথা যাবে সন্ধ্যা-রাতে দ্বিপ্রহর-ভোরে,
যৌনতার  গন্ধ  সেথা   সুগন্ধিটা ছাড়ে ।


টিউশনে-বিদ্যালয়ে  ঝোপের আড়ালে-
ময়দানে, গঙ্গাপাড়ে, পার্ক কিংবা হলে;
রাস্তাঘাটে,অন্ধকারে,লোকহীন ঘরে-
দুটি দেহ শঙ্কু লেগে এক দেহ গড়ে ।


যৌনতার  আজ  সস্তা  বাজার ও  দর,
নৈশ-ক্লাবে ডিস্কে-বাঁরে প্রাণ খুলে কর;
চুমো-চুমি   রাত্রি চুরি  মধুর  ক্ষরণ,
সর্বজনে  নিচ্ছে  করে হৃদয়ে  বরণ ।    


ভালবাসা শব্দ আজি নহে ভালবাসা,
চাহিদার বেড়াজালে যৌনতায় ঠাসা;
প্রেমেতে  না দিলে মন দেহ কিন্তু চাই-
দেহ-হীনে  প্রেমালাপ  অস্তিত্ব-ই  নাই ।


আসছে সেই সুদিন দূরে নহে আর,
আদিম যুগের সাঁজে  উলঙ্গ অঙ্গার;
ঠোঁটে-ঠোঁট মিলে হবে যে সাক্ষ্যাতকার-
নব  ধরিত্রী  গড়িবে  যে  যৌবনাগার ।


আজি ভেদাভেদ ভুলে চুমে যাও সবে,
জন্মেছি যে এই এক নির্লজ্জের ভবে;
যৌনতাকে তাই কাব্যে দিতে দ্বিধা নয়,
যৌনতাহীনে কবিতা সে কি কাব্য হয়  ?