যদি মনে হয়-
পুরুষ মাত্রই কামুক,
কাম পিপাশু-
নারি দেহই যাদের মুখ্য গন্তব্য,
আর এর ব্যাতিক্রম পাওয়া দুষ্কর,
তবে প্রশ্ন হল-
তবে কেন সেই রিপু জাগ্রত হয় ?
একি অভাব পূরণের হেতু নয় ?


যদি মনে হয়-
পুরুষের দৃষ্টি সর্বদা যুবতির ভরাট বক্ষে,
কিংবা এমনি বিশেষ কুস্থানে,
যদি দৃষ্টিকে আপন নেত্র থেকে
নন্দন না ভেবে কটু ভাবা হয়-
তবে মুখমণ্ডলে তাকালেও সেখানে
গোলাপি ওষ্ঠ বিরাজমান;
তবে পুরুষেরা তাকাবে কোথায় ?


উফ কি গরম, আহ অসহ্য
টিস্যু ও শেষ,
অথচ সমগ্র শরীরের
অধিকতর জায়গাই -বস্ত্রহীন;
মুচকি হেসে পাশের বন্ধুকে-
দেখ দেখ দামরা পুরুষগুলো কিভাবে
নির্লজ্জের মত আমার শরীরের দিকে তাকাচ্ছে...
মনে হয় ছিঁড়ে খেয়ে নেবে-হে হে ...
কাল চশমা পরে আছে বৃদ্ধ যে কদিন বাদেই
হয়ত তুলবে পটল,
নিস্তার নেই তাঁর ও
আরে হি হি হি...ওই বুড়োটাও
চশমার ভিতর থেকে দেখছে রে...
আমি খুব সেক্সি না রে...???


কোন এক রবিবারের দুপুরের
বনগাঁ লোকালে,
বছর পনের বয়েস সাথে বাবা মা-
আর পরনে শায়েস্তা খানের আমলের
সেই ঢাকাই মসলিন,পুরো স্বচ্ছ,
কামরায় কেউ হাসছে, কেউ চোখ চেপে আছ্‌
কেউ বা বিনে পয়সায় দেখে নিচ্ছে
তাজমহল,
বাবা মা অনেক শিক্ষিত যতদূর দেখে বোঝা যায়;
বাইরের নৈসর্গিক দৃশ্য বেশ ভাল করেই দেখছে
আর আলোচনা করছে,
এতে মনে হল যে অন্ধ নয়...!!!
এক প্রতিবাদী বৃদ্ধ ও ছিল, মুখ পাতলা
বলেই ফেললো
মেয়েকে কি ড্রেস পড়িয়েছেন মশাই ?
ও আপনি বুঝবেন না...
এগুলো হচ্ছে যুগের ফ্যশান,
মা বলছে তাঁর স্বামীকে- আরে থাম থাম-সেকেলে...
বুঝবে না...!!!
মাঘের সেই শৈত্য প্রবাহের দুপুরে
লোকগুলোর কথা ছেড়ে দিলেও
ওই ট্রেনের ও গরম লেগেছিল বেশ ।


না না নারি মা বোনের জাত,
একদম ভুল নেই ওদের;
তাও অনেকটা আবৃত করেছে,
সেই আদিম যুগের মত তো আর
পুরোপুরি অনাবৃত নয়...!!!
আর হলেই বা কি ?
গরমে সুইমিং পুল দেখলেই স্নান করতে হবে
এর আদৌ কোন মানে নেই, আছে কি...???


যদি মনে হয়-
অত্যাধুনিক নারীর ফ্যাশনসম্মত উন্নত
ন্যাংটো পোশাকি ঢঙ,
অর্ধ উলঙ্গ নারী রূপ;
পুরুষ চরিত্রকে ঢিলা করেনি বা এততুকু
করেনি প্রভাবিত...!!!


তবে পৃথিবীর সব পুরুষই চরিত্রহীন...
আর যে চরিত্রহীন নয় ও পুরুষই নয় । ।