বসন্ত চলে গেছে-


শুরু হয়েছে মাতসান্যায়ের চেয়ে ও
জঘন্য, ঘৃন্য অতিশীতোষ্ণের দিন,
যেথা প্রবল শীত আর প্রচণ্ড
উষ্ণতার করাল ছোবল
প্রতিমুহূর্তে মানব সুসভ্যতাকে-
ছিন্ন বিছিন্ন করে গিলে খাচ্ছে-
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ।


বসন্ত চলে গেছে -


এখনও পাখি ডাকে ঠিকই কিন্তু
আগের মত সুমধুর সুরে নয়-
এ যেন এক কর্কশ, রাগান্বিত স্বর,
শান্তি নেই কীটপতঙ্গের মনেও এততুকু-
এই দুষ্টু ভুবন থেকে প্রতিক্ষণে-
মুক্তি চায় ওঁরা, চায় পুনর্জন্ম, যদি সে জনমে-
একটা স্বপ্নিল পৃথিবী জোটে ।


বসন্ত চলে গেছে-
  
হাসতে যেন ভুলে গেছে আজকের দুনিয়ার মানুষগুলো,
যেন গোমড়ামুখী, দন্তহীন মানবজাতি,
হাসতে জানে না, শেখেওনি কোনদিন-
ফাগুনে যখন শুরু হবার কথা গুন-গুনানি তখন
মানুষগুলো তাঁদের স্বীয় জীবনের –
কষ্টের বেড়াজালে, হাসি শুকোয়-
বেদনার তপ্ত রোদে ।


বসন্ত চলে গেছে-  


সারাদিন জলের সাথে দুমুঠো মুড়িতেও
উদরের পূর্তি অসম্ভভ নয়,
দিব্যি বেঁচে থাকা যায়- কিন্তু
মনের মাঝারে শান্তি না থাকলে-
চির বসন্তের- স্বর্গের অমরাবতীতে গেলে ও
বসন্ত সুখ কোন প্রকারে—
খুঁজে পাওয়া যায় কি...???


বসন্ত চলে গেছে-


এখনও গাছে গাছে নতুন কুঁড়ি ফোটে,
পাতা গজায়, ফুল ও ফল ধরে,
কিন্তু সেই ফুল-ফলে, কুঁড়ি-পত্রে আর
আগের মত ছন্দ লেশ মাত্র অবশেষ নেই,
সব যেন ধীরে ধীরে ক্রমাগত
হারিয়ে যেতে যেতে অবিরাম
ম্লান হয়ে যাচ্ছে যে কোন অজানায় ।


বসন্ত চলে গেছে-


চারিদিকে অন্যায়, খুন, ধর্ষণ, রাহাজানি-
গ্রাস করেছে পৃথিবীর তট,
খবরের দিকে চোখ রাখলেই-
সংখ্যালঘু নির্যাতন, জঙ্গি হামলা, বোমাবাজি-
মুখোশের আড়ালে আমরা এক একটা-
আস্ত শয়তান, আপন স্বার্থ
চরিতার্থ করতে-প্রতিদিন হচ্ছি নরপশু ।


বসন্ত চলে গেছে-


প্রতারনা, লোক ঠকানো, যেন-
মিশে আছে আমাদের প্রত্যেকের
রক্তকণিকায়, শিরায়-উপশিরায়;
এটা জানি, বেঁচে থাকতে টাকা চাই-
আর তাঁর জন্য একটু আধটু অনর্থ-
সে আর এমন কি দোষের...???
একদণ্ড সুখের তরে নাহয় একটু খারাপই হলাম !!!


বসন্ত চলে গেছে-


বসন্ত চলে গেছে-  একথা ঠিকই কিন্তু-
চিরতরে নয়, যদি এখনও মানব অস্তিত্বে টিকে থাকা
মানুষগুলো একতাবদ্ধ হয়, তবে এই ধরায়,
ওই সম্মিলিত শক্তিই ফিরিয়ে আনতে পারে -
প্রতিদিনই চির বসন্তের লীলাভূমি;
তাই আর দেরী নয়, রুখে দাড়াও প্রয়োজনে ধর অস্ত্র,
ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে-যারা আতঙ্ক,এই শান্তি প্রিয় মহাবিশ্বের।।