বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


খুব প্রাতে যথা ঘুম ভেঙে উঠে-
বায়ু সেবন তাতে—বায়ু-বিষ,
ব্রাশের পরেই মুখ ধুতে গিয়ে
মুখে জল দেই—জল-বিষ;
গরীবের ওই সকালের মুড়ি
ইউরিয়া ভরা—মুড়ি-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


ঘুরে আসি ভাবি ধুলো পথ ধরে
সোনা মাটি নহে—ধুল-বিষ,
উষ্ণতা হ্রাসে বৃষ্টিতে ভিজি
অ্যাসিড মিশে আজ—বর্ষা-বিষ;
ছাতাহীন পথে ক্লান্ত দুপুরে
রোদে পুড়ে দেখি—রোদ-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


হেসে হেসে কেউ চলে গেল দূরে
বিষমন বলে—হাসি-বিষ,
সুমধুর স্বরে ডেকে বলে কেহ
কেমন আছিস ? –স্বর-বিষ;
যেকোনো কথা বাজে মোটে নহে
তবু ও তা আজ—কথা-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


দুঃখ ঘোচাতে মজার গল্প
পড়ে পড়ে দেখি—গল্প-বিষ,
প্রিয় গানগুলি শুনে শুনে আজ
মনে হয় যেন – সুর-বিষ;
মজার নাটক দেখে মনে হয়
এগুলো সবই – নাট্য-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


উপদেশ দেয় এটা ওটা কর
ভাল কথা যেন –জ্ঞান-বিষ,
বেশি বেশি পড় মনোযোগ সাথে
উন্নতি নিশ্চিত – পাঠ্য-বিষ;
ষড়রিপু কর বধ নিজ গুনে
ভেবে চলি এতো – ষড়-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


আলোর ভুবন সূর্য পূজারী
আলো চোখে এলে –আলো-বিষ,
আঁধার খুঁজে খুঁজে অন্ধকার ঘরে
কালো ধরণীতে –কালো-বিষ;
মোমের আলোর অপরূপ শোভা
প্রিয়জন সাথে তবু—মোম-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


পড়ে পড়ে কত বই হল শেষ
তবু চাকরীহীন—বই-বিষ,
বিদ্যার সাগরে ভেসে ভেসে দেখি
অন্তহীন বিদ্যা –বিদ্যা-বিষ;
বুদ্ধি খাটিয়ে কত কিছু করে
নির্বুদ্ধিতায় দেখি—বুদ্ধি-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


সততাই নাকি সর্বোত্তম পন্থা
সৎ হয়ে দেখি—সৎ-বিষ,
মায়াহীন জীব নেই নাকি ভবে
মায়া করে দেখি—মায়া-বিষ;
স্নেহ পেয়ে পেয়ে এতো বড় তবু
আজিকার দিনে – স্নেহ-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?


ভালবাসা নাকি স্বর্গ হতে আসে
ভ্রম নয় সে যে – প্রেম-বিষ,
জীবন আছে নাকি এই মানব দেহে
সেতো বায়ু রূপী – প্রাণ-বিষ;
কবিতায় বিষ পদে পদে ঢেলে-
হলাম আজিকে—কবি-বিষ ।


বিষহীন কিছু খুঁজে পাই কোথা-
জীবন যখন বিষে-বিষ ?