তোমার বিরহ ও সহ্য করে নেব একদিন…


             যে আমার-
একদিন তোমার দেখা না পেলে-
চোখ দুটো মনে হতো যেন ইটের  ।
  একদিন তোমার পরশ না পেলে-
  শরীরটা মনে হতো যেন মৃত্তিকার ।
একদিন তোমায় না ধরলে-
হাত দুটো মনে হতো যেন কাষ্ঠের ।
  একদিন তোমার কথা না শুনলে-
  কান দুটো মনে হতো যেন আবর্জনার ।
একদিন তোমার হাসি না দেখলে-
জীবনটাই মনে হতো যেন ফুটবল বা ক্রিকেটবলের ।


            সেই আমার-
তোমার সঙ্গে দেখা না পেলে-
চোখ দুটো না হয় ইটই হবে,
  তোমার স্পর্শ না পেয়ে-
  দেহটা না হয় মাটিই হবে,
তোমায় না ছুঁয়ে ছুয়ে-
হাত দুটো না হয় কাঠই হবে,
  তোমার কথা না শুনে শুনে-
  কান দুটো  না হয় আবর্জনাই হবে,
তোমার হাসি না দেখে দেখে-
জীবনটা না হয় ফুটবল বা ক্রিকেটবলই হবে ।


          সেই আমিই-
ইট হয়ে হাতুড়ি সইতে সইতে,
  মাটি হয়ে কোদাল সইতে সইতে,
কাঠ হয়ে কুঠার সইতে সইতে,
   ময়লা হয়ে আগুনে পুড়তে পুড়তে,
বল হয়ে লাথি আর ব্যাটাঘাত সইতে সইতে-


    তোমার বিরহ ও সহ্য করে নেব একদিন…।।