।।পত্র ১।।


একটা নীলের মধ্যে বসবাস
যা ক্রমশ রঙ বদলায়। নীল থেকে বেগুনী,  বেগুনী থেকে সাদা, সাদা থেকে আবার নীল হয়।
সেন্ট্রাল ডগ্মা?
নাকি একটা প্রতিবর্তী চক্র?


তোমার জন্য একটা ভালোবাসা জন্মে গেছে
কয়েক ফোঁটা সময় আর স্মৃতি জমে গেছে
আর কিছু সুর তাতে মিশে গেছে


লেসিথিন লিউকোসিন লেগুমিলিনরাও নিজেদের কাজ ভোলে না কখনো,,


    প্রেম কখনোই ফুরাবে না
    কিছু কথা বলে দেয়াই ভালো
    ফিরে আসে সবই
তবুও
    সেফালিনের মত ভালোবাসি।
ইতি।


।।পত্র ২।।


প্রিয়,
দিনগুলো অনেক সুন্দর ছিল
তরু শাখা লতানো
আর কিই বা করতে পারি
জলে ডোবা স্বপ্ন ভাসানো
তোমার দেয়া ভেলায়
বাহু দুটি দোলানো


ভালো থেকো তুমি
আমিও রবো তোমারই।


দিয়ে গিয়েছি যা
সব থাকুক ভুলনীয়
দিতে পারিনি যা
হোক সবই দ্রবণীয়  


।। ভেষজ তুমি আমার
আমি তোমার ঔষধী ।।  


বিদায় বলেও, মানচিত্রে বাচে সবাই-ই
শুভ্রর হয়েই না হয় ভালো থাকব


তবুও ঘুড়ির মত হারিয়ো না কভুও।


~ ইতি,
তোমার অনিন্দিতা