ইদানীং চশমা খোঁজা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কিছুই দেখেনা চোখে। পঞ্চাশ পেরোলেই অন্ধ হবে হয়তো। ক্ষয় হয় সব, একালে অথবা সেকালে।
পত্রে ঘুণ
ছন্দে ক্ষয়
নিমজ্জিত বেলা
আনন্দময়
প্রবালদ্বীপ বীঁষফুলে
প্রলয় আসে মোহনায়
হিলিয়ামে বিস্ফোরণ
ভ্যনিসের দরজায়
মিনিট কাটে স্রোতে
আমাদের মূর্ছায়।।


We were the two isotopes of uranium.