১।   সবুজ বোতলে ভালোবাসা জমিয়ে রেখে,
পাহাড়ের উপর ঘর; একটা প্যারাশুট ;
      সকাল-সন্ধ্যা গৃহবন্দীও কারো ভালো লাগে,
স্মৃতি অনেক জমিয়েছো, আর কতো? নতুন
      পরিচিত  মানুষরাও সুন্দর?  অনেক হলো তো
তবুও আজও বলিনি ' ভালোবাসি '


২।   সাভার ' নীল গেটের সামনে
নয়তো পেয়ারা গাছের নিচে,
      বকুল তলা?
নাহ, মাঠ পেরিয়ে, দ্বিতীয় তলা
      ছাদ সুন্দর; আবেগ অভিকর্ষহীন
হৃদয় কঙ্কাল আমার ; তবুও
      আসিতে ভুলোনি  


৩।   পলাশ ফুল হাতে বসন্তের বাণী; লতা
গান; ভাবছো? এই শহরে পলাশ  
      কোথায় পাব? শিউলী পাওয়া গেলে
পলাশও পাওয়া যায় (!)
      সোনালু রাধাচূড়া ; রঙিন স্বপ্ন ; পেঁচা
লাল বাড়িটার সামনে আজও দাঁড়িয়ে?