মায়াবতী,
কিছু মানুষের প্রতি ভালোবাসা দৈনিক ঘাত আকারে বৃদ্ধি পাইতে থাকে।
শেষ যেইবার এদিকে আসিয়াছিলে দেখা না করিয়াই চলিয়া গিয়াছো-
হয়তো অভিমানের খাতা সোনালুর ডাল ছুঁয়িয়াছে।
জানো? গাংচিল গুলা আগের মত আর উড়িয়া বেড়ায় না।
ব্যাঙের ছাতাগুলাও মরিয়া গিয়াছে কবে।
কিন্তু আকশের রঙ নীল আজো।
তোমার সাথে লিখা স্মৃতির পাতা দেখিতে দেখিতে অনেক সময় কাটিয়া গিয়াছে।
যদি পারো, আকাশের দিকে তাকাইয়া অপেক্ষা করিয়ো।।
ইতি