এক মুঠো অন্নের তরে
   কেউ নামে পাকে ,কেউ চালায় কল
তাদের ওপর ছড়ি ঘোরায় মাতব্বরের দল।
কেউ আবার রাতের আঁধারে বিকিয়ে দিয়েছে দেহ,
কেহ তাহার নিন্দা করে, ভোগ করে কেহ।
      এক মুঠো অন্নের তরে
দেশেতে- দশেতে তোমাতে - আমাতে এত রেষারেষি,
বিভেদ নেই আপন পর সবাই ছদ্মবেশী।
ওরে নরখাদক চেয়ে দেখ, চারপাশের সব জীবন্ত লাশ
তিন বেলা খেতে পায়না, ওরা বহুকাল উপবাস।