শ্রমিক দিবসে সকল শ্রমিক দের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং শুভ কামনা জ্ঞাপন করি ।এবং যারা সমাজে বঞ্চিত তাদের জন্য দুটো লাইন লিখলাম ।কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন।


সমাজ টারে মোটের মত বহিয়া নিয়া যাইতেছে  একদল প্রানী,
যাদের ছাড়া অচল সমাজ ,তাদের আমরা শ্রমিক বলে জানি।
সূর্যের কোলে  মাথা রাখিয়া নোনাজল ঝরায় অবিরত,
অধরে তাহার  ম্লান হাসি ,অন্তরে লইয়া ক্ষত।
টাকার জোরে সমজা টারে লইয়া করিতেছে যারা খেলা ,
সমাজে তাদের অনেক ক্ষমতা,কদর তাদের ম্যালা।
টাকা উশুল না হইলে টিপিয়া ধরি টুঁটি ,
একদল তাহার তামাশা দেখে ,হেসে যায় লুটোপুটি।