হোক না সে রাজা বাদশহ কিবা আসে কিবা যায়,
বসন খানা সরিয়ে নিলে তার- আমার বিভেদ কোথায়
স্বাধীনতার গল্পঃ শোনায় সাম্যনীতির স্বল্প আঁচে,
যাদের কাছে রসদ আছে বাঁচার মত তারাই বাঁচে   বাকিরা তো স্বপ্নে বাঁচে
শিরদাঁড়াহীন নেতা গুলি শকুনের ন্যায় ,
দাপিয়ে বেড়ায় শহর জুড়ে
রাতে তারা নরবলি দেয় ,আর ত্রাণ বিলায় দিন_দুপুরে
মাছের তেলে মাছ ভাজে,তেল ঢালে তেলের ওপর,
ওরা চেঁচিয়ে বলে দারুন নেতা,আমি শুনি ত্রাণ চোর।



     কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।