না জেনে মুসলিম পালন করে এপ্রিল ফুল
শপথ লও আর কখনো করবেনা এই ভুল।


যুদ্ধে স্পেন মুসলিম বাহিনীর হয় পরাজয়
খ্রিস্টান সেনার হুমকিতে সকলে পায় ভয়।


ঘোষণা দিলো মসজিদে যারা  নিবে আশ্রয়  
বাঁচবে প্রাণে তারা নচেত মরবে নেই প্রশ্রয়।

ধোঁকার ফাঁদে পা দিলো তৌহিদী জনতা  
শত্রুর হাতে কলঙ্ক লেপনের ছিল ক্ষমতা।  


বাহির থেকে মসজিদের দরজা করে বন্ধ
আগুন লাগিয়ে উল্লাসে নেয় পোড়া গন্ধ।


লেলিহান শিখায় দগ্ধ মানুষের আর্তনাদ
তারা আনন্দ তামাশা অট্টহাসিতে উন্মাদ।  


উচ্ছ্বাসে ওরা কয় মুসলিমরা (Fool) বোকা
মোরা বিজয়ী করেছি ছারখার দিয়ে ধোঁকা।