আর কত মানুষ পুড়ে ছাই হলে  
নিরাপদ নগর হবে ঢাকা,
সড়ক দুর্ঘটনায় কত প্রাণ গেলে
নিয়ম মেনে চলবে চাকা?


কতশত মানব মরলে ডুবে জলে  
লঞ্চ হবে নিরাপদ বাহন,
বলো না কতজন জীবন হারালে
গড়বে ত্রুটি মুক্ত ভবন?


দুর্ঘটনার পরে নয় আগেই ধরুক
ভবন নকশার যত ভুল,
চালক ও যানের জুত ধরা পড়ুক
গোনার আগেই মাশুল!


ভুয়া চিকিৎসার দায় এড়াতে কয়
ক্লিনিকের নাই লাইসেন্স,
রিক্ত কাঁধে লাশ ভুক্তভোগীরা বয়  
কর্তার হয়না কমনসেন্স!


এক ঘটনা চাপা দেয় অন্য ঘটনা
এটা কিসের আলামত,
জনগণের ভোগান্তির শেষ হয়না
থাকতে সহি সালামত।