খোদার আরশ বিনা রোজ হাশরে
থাকবে না কিছুর ছায়া,
রইবে জ্বীন মানব ভয়ে পেরেশান
পেতে প্রভুর একটু মায়া।


ঠিক মাথার উপর উঠবে সুরুজ
বিশাল এ উত্তপ্ত ময়দান,
কেহ ঘামের জলে কাটবে সাঁতার
কেউবা পাবে প্রতিদান।  


কেয়ামতে সাত প্রকার ভাগ্যবান  
পাবেন ছায়া আরশের,
কেটেছে যৌবন যার এবাদতে ও  
ন্যায়পরায়ণ শাসকের।  


সারাক্ষণ যার অন্তর রয় সম্পৃক্ত
আল্লাহর ঘরের সাথে,
যে সুসম্পর্ক রাখে বা ছিন্ন করে
প্রভুর সন্তোষ পেতে।


শুধু আল্লাহর ভয়ে করবে যারা
সুন্দরীর কামনা বর্জন,
বাম জানেনি ডান হাতের কর্ম
করে যে দান গোপন।


যে লোকের অশ্রু ঝরে নির্জনে
স্মরণ হলেই রবের,
আর্জি রইলো করো হে দয়াময়    
এ দলভুক্ত মোদের।


বিঃ দ্রঃ- সহীহ হাদিস অবলম্বনে [ তথ্যসূত্র - বুখারি ৬৬০, ১৪২৩, ৬৪৭৯, ৬৮০৬, মুসলিম ১০৩১, তিরমিযি ২৩৯১, নাসায়ি ৫৩৮০, আহমদ ৯৩৭৩, মুওয়াত্তা মালিক ১৭৭৭]