চাইনি অফুরন্ত সুখ নিরবধি  
জুটেছে অন্তহীন দুঃখের বোঝা,    
কষ্টের কথা শুনতে চায়না কেউ
বুলায় না মাথায় সান্ত্বনার পরশ!


নিঃসঙ্গ হিম শীতল চারিধার-
শূন্য ধরণী তোলে কষ্টের ঢেউ,
যাদের মুখে নিরন্তর হাসি ফোটাতে  
জলাঞ্জলি নিজের চাওয়া পাওয়া সুখ,
বেমালুম ভুলে তারা অচেনা মানুষ।      


যন্ত্রণা কাতর মন বলে ওঠে-  
আমি এ যুগে বড্ডো বেমানান,  
আঁধারে পালায় বুক থেকে মন
ছায়া আর হয় না সাথী আলোয়,
জীবন্ত লাশ ধীরে নেয় ক্ষীণ শ্বাস।    


জোনাকির নিভে যায় ক্লান্ত আলো
স্নেহ মমতা ভালবাসার প্রচণ্ড অভাব,
নিমজ্জিত অশ্রু জলে নিঃশব্দ হাহাকার
নিস্তেজ হয় যে অতৃপ্ত আত্মার নিঃশ্বাস!