(শামীম সিকদারের স্ট্যাটাসকে কাব্যরূপ দিলাম)

ভাবুন তো, কিছু বেওয়ারিশ কুকুর ছাড়া রাস্তায়
আর কেউ নেই, এমন কি একটা পুলিশও নেই,  
যে আপনাকে বাসায় থাকার জন্য তাড়া দিবে!
ভাবুন তো, হাসতালে কোনো চিকিৎসক নেই,  
এমন কি নার্সও নেই, যার সাথে কথা বলবেন
অথবা তার দুইটি কথা শুনবেন!
সেবা তো অনেক পরের বিষয় -  
বিনা চিকিৎসায় রাস্তায় রাস্তায় ঘুরে একসময়
আপনিও শবের মিছিলে সামিল হয়ে যাবেন।
একটু ভাবুন তো, আপনার চোখের সামনেই
আপনার কলিজার টুকরা সন্তান,
মাথার মুকুট পিতা-মাতা, প্রাণের প্রিয়তম স্ত্রী,
প্রিয়জন, বন্ধু-বান্ধব বাঁচার আর্তনাদ করছে,
মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে তারা
বিনা চিকিৎসায় মারা যাচ্ছে -  
অথচ আপনার কিছুই করবার নেই!
ভাবুন তো, বিদ্যুৎ ও ওয়াসার অফিস লোকহীন  
কে আপনার বাসায় বিদ্যুত-পানি সরবরাহ করবে।?
অনির্দিষ্টকালের জন্য বাসা অন্ধকার থাকবে!
গোসল রান্না এমনকি খাবার পানিও নেই কোথাও!
একটু ভাবুন তো, আপনার ঘরে খাবার আছে,
ফ্রিজ ভরা খাবার, অথচ রান্না করার গ্যাস নেই!  
আপনার অনেক টাকা, কিন্তু খাবারের কোনো
দোকান খোলা নেই, দোকানে কোনো খাদ্যও নেই!
থাকবে কেমন করে?
খাবার যিনি বানাবেন, সেই লোকটিও যে নেই!
একটু ভাবুন তো, আপনার অনেক ক্ষমতা,
কিন্তু ক্ষমতা প্রয়োগের কোনো মানুষ নেই!
আপনার অনেক অর্থসম্পদ,
কিন্তু ব্যবহারের কোনো জায়গা নেই।
আপনার অনেক অহংকার,
কিন্তু দেখবার মত কেউ নেই!
একটু ভাবুন তো, বিছানা মেঝে বাথরুমে গেটে
রাস্তায় ড্রেনে মসজিদ মন্দির হাসপাতাল এবং
প্রতিটি দফতরে লাশ আর লাশ পড়ে আছে,
দাফন করবার কেউ নেই! আপনজনও পালিয়েছে,
আহারে, কান্না করবার মত একটি লোকও নেই!
একটু ভাবুন তো! ভাবুন না প্লিজ!
আসুন না, আমরা সারাজীবন কাছে থাকার জন্য
মাত্র কয়েকটা দিন দূরে থাকি।  
ঘরে থাকুন, সুস্থ থাকুন।


কৃতজ্ঞতা-
@Shamim Sikder (এর স্ট্যাটাসকে কবিতার রুপ দিলাম)  
পুলিশ কর্মকর্তা, তেজগাঁও থানা।