লোকালয়  ছেড়ে নির্জনে
একা আনমনা বসে থাকা ,
তবু ছন্নছাড়া মনের দুঃখ
ফুরায়ে  হলো না ফাঁকা ।


জোয়ার ভাটায় কান পাতি
বাতাসের সাথে কথা বলি ,
শোনায় যদি বদলে গেছে
অহমিকায় ভরা মন গুলি !


চোখের জলে ধুয়ে গেলো
কবিতার কত পংক্তি মালা ,
মুছে যেত যদি এমনি করে
ঘাতক দুঃখ স্মৃতির জ্বালা !


কষ্টের ঝড়ে হারিয়ে গেছে
হৃদয়ের ক্ষণিক সুখ পাখি ,
বদলে যাওয়া মানুষ কাঁদায়
হতাশায় মুখ ঢেকে রাখি ।