অসহিষ্ণুতার বিষ বাষ্প দিগন্তময়
রক্ত লাল সিঁদুরে মেঘের ভয়াল ঝড়,
গ্রাস করে সভ্যতার সোপান।
হিংসার আগুনে দগ্ধ বিশ্ব মানবতা
পশুত্বের কাছে হার মনুষত্বের,
জাহেলিয়াতের পুনরুত্থান!
তেল চোষা রক্তলোলুপ ক্ষমতা রাঙা চোখ
ধূর্ত হায়েনার মৈত্রীবদ্ধ সাঁজোয়া আক্রমণ,  
জলস্থল ও আকাশ ছাওয়া বিদীর্ণ বিভীশিখা
ধ্বংস হয় স্থাপনা-ঐতিহ্য,
বহে মূল্যহীন রক্তের নহর…
মৃত্যুর মিছিলে নিরীহ আত্মার ছটফটানি;  
কাঠগড়ায় মানবতা!  
মহাশক্তির মুষ্ঠিবদ্ধ অকম্পিত তর্জনী উল্লম্ব
বিজ্ঞানের অন্তিম অভিশাপ  সমীপবর্তী,
উৎপীড়কের হুংকারে হবে নিমিষে বিনাশ
ধেয়ে আসে ভয়ংকর পারমাণবিক কেয়ামত।
পালাও মানুষ…!  
পাবে কি নিরাপদ আশ্রয়?
না হয় জাগিয়ে তোলো-
স্বৈরতন্ত্রের গর্ভে গণতন্ত্রের প্রসব বেদনা,
তবু যেন থমকে না যায় মানব সভ্যতা…
বর্বরতার ঘোর অন্ধকারে!