নিদ্রাহীন মস্ত যে শহর সদা জাগন্ত
ক্লান্ত সে নগর আজ গভীর ঘুমন্ত।


করোনা আতংকে থমকি সভ্যতা  
মৃত্যু দ্রোণীতে নেই চমকি নগ্নতা।


এম্বুলেন্সের তীব্র সাইরেনে উদ্বিগ্ন
জনপদে পিন পতন নীরবতা ভগ্ন।


মৃত্যুর মিছিলে এলো যে কার তলব
ডরে মন ছাড়ে পাপ বাজে মতলব।


সারা বিশ্ব আজিকে অবরুদ্ধ বিনা যুদ্ধে
নারাজ প্রভুর গজবি থাবা সবার বিরুদ্ধে।


হাশরের ময়দান যেন কেহ কারো নয়
বিশ্ববাসী জপে ইয়া নাফসি মৃত্যুর ভয়।  


পরাস্ত চিকিৎসা বিজ্ঞান প্রজুক্তির মান
ক্ষমতার দর্প চূর্ণ জপে মালিকের শান।


মেঘ ভেদি আকাশচুম্বী অহমি দালান
ঐশী বানী সীমালঙ্ঘনে আস্ফালন ম্লান।


ভয়াল দাবানল দুর্যোগ অতি বজ্রপাত
কিসের লক্ষণ মরুর বুকে তুষারপাত?  
  
করোনা লাসা হন্তা ভাইরাস আক্রমণ
হাতছানি দুর্ভিক্ষের পঙ্গপাল আক্রমণ।


বাদুর টর্নেডোর পর ভুমিকম্প ও প্লাবন
গ্রহানু ধাক্কায় এখন হবেনা ধ্বংস ভুবন।


আরব জাহানে দেখো চলে যুদ্ধ হানাহানি
সৌদি রাজতন্ত্রে ক্ষমতার দ্বন্দ্ব কানাকানি।  

হাদিসে ইমাম মেহেদীর আগমনী বার্তা  
ঈসা (আঃ) এসে করবে দাজ্জাল হত্যা।


সবই অত্যাসন্ন কেয়ামতের পূর্ব লক্ষণ  
ফিরে এসে রবের পথ করো অবলম্বন।