বইতে পারি না আর কষ্টের ভার
অহমিকায় চুর্মার লহু অনুবন্ধ,  
বিশৃঙ্খল হলো সাজানো খোয়াব
বিষণ্ণ মনের বাতায়ন নিরুদ্ধ।
    
বিনা দোষে গ্লানির বোঝা অসহ্য
চোখে অশ্রুধারা অন্তর বিদীর্ণ,
নির্ঘুম রাতে জেগে ওঠে স্মৃতিরা
অমানুষের মন কত সংকীর্ণ।


শেষ অবধি নাই জীবনের মানে
ভুল বুঝে আপন যদি হয় পর,
সুখে রয়না মনে দুঃখের সাথীরে  
জেদ স্বার্থ ও অভিমানের ঝড়।