মৃতদেহ সিল করা ব্যাগে
নির্মম সময়ের সাজ,
স্বজন পায়না শেষ দেখা
লাশ কফিনে আজ।  


এম্বুলেন্সের শব্দে কাঁপা  
মরণ শংকা নিঠুর,  
যদি না ফিরে সেই রুগী  
নিঃস্ব বেদনা বিধুর।

মৃত্যুর ভয়ে কমেছে পাপ
পুরো বিশ্ব অবসরে,
আপন যে হয়ে গেছে পর
সংক্রমনের ডরে।


খোদার কাছে কত অসহায়
মহাশক্তি নাস্তানাবুদ,
জানেনা কিছু চিকিৎসা শাস্ত্র  
ভয়ে ডাকে হে মাবুদ।  
    
আহাজারী শোকের ছায়া
বন্দী স্বজনের কান্না,
এ যে হাসপাতালের শহর
মিছিলে লাশের বন্যা!


যায় রুগী ফিরে নাযে লাশ  
নীরব পথ লোকালয়,
ফিউনারেল হোম হিমশিম
কবর শ্মশানে প্রলয়।  

হয়েছে শ্রেষ্ঠ নিয়মের ধস
হতাশা ও আর্তনাদ,
মরণের ডাক বুঝি এলোরে
মাগে ক্ষমা ফরিয়াদ।


ভয় নেই মরণের তকদিরে                            
যদি লিখেন তা খোদা,  
মহামারীতে মরলেও শহীদ
বাঁচলেও সেই মর্যাদা।