মাগো তুমি নেই ভাবতেই -
মনের দেয়াল কষ্টের ঝাপটায় চৌচির,
বিক্ষিপ্ত স্মৃতি গুলো জেগে ওঠে
অশান্ত মস্তিষ্কের ভাঁজে ভাঁজে।

জানো মা,
তোমার হাতের ছড়িটার দিকে তাকালে
চোখে ভাসে তুমি ধীরে হেঁটে আসছো,
পড়ে ব্যথা না পাও তাই জড়িয়ে ধরতেই
নিমিষে মিলিয়ে যাও ধ্যান করে ম্লান।


তোমার চশমার দিকে নজর পড়তেই
আঁতকে উঠি দেখে সেই মায়াবী চোখ,
নির্মলা হাসির অবারিত ফোয়ারা
কপোল ললাটে চুমি, ফের ভাঙ্গে আবেশ।


মা তুমি নেই আজও তা মানতে চায় না মন
রিং বাজলে মনে হয় তোমার কল এসেছে,
তোমার ফোনে কল দিলে আর কেউ ধরে না
সুখ দুঃখে তোমার অভাবে হই দুর্বল অসহায়।


লুডু ও কেরাম খেলা ছেড়ে দিয়েছি মা
ইচ্ছে করে হেরে তোমায় জিতাতাম,
বিজয়ের আনন্দে হতে আত্নহারা
অপার সুখে ভরা ছিল দিনগুলো।


পান বাটার কাছে গেলে নাকে ঘ্রাণ পাই
যেন তুমি সুরভিত জর্দা দিয়ে পান চিবুচ্ছো,
ধুয়ে ইস্ত্রি করা তোমার কাপড় বুকে জড়িয়ে
নাক গুজে পেতে চাই মায়ের ঘ্রাণ...!


তোমার জুতা সেন্ডেল দেখে প্রাণ চায়
পড়িয়ে দেই পায়, কিন্তু তুমি নেই -
মনের অজান্তে তোমার রুমে মা ডেকে ঢুকি
হু হু করে কাঁদি, মা তুমি নেই কোত্থাও!


তুমি শুয়ে থাকলে পদতলে চুমু খেতাম
চমকে বলে উঠতে আমার পাগল ছেলে,
তুল তুলে গালে চুমু দিলে আমায়ও চুমতে
এসব মনে হলে মনটা ভেঙ্গে হয় চুরমার!


বুকভরা কষ্টের নীলাভ আর্তনাদ,
সময় গড়িয়েছে ঢের, শুকিয়ে যায়নি অশ্রু
তপ্ত নোনাজলে সিক্ত দুহাত  বাড়িয়ে -
মহান রবের দরবারে করি জান্নাতের দোয়া।


মাগো হারিয়ে গেলে কোন্ অজানায়...!
খুঁজে খুঁজে হয়রান দেহ মন প্রাণ।
কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদি
দেখতে কি পাও মোরে, নকি পাও শুনতে?


কারো বিকল্প কেউ নয় এই দুনিয়ায়
তবুও থেমে থাকে না জীবন কষ্টের বোঝা বয়ে,
পিছুটান আর তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা
তুমি বিনা মহা শূন্যতার হাহাকারে বিদীর্ণ পাঁজর।


খোদা যে দিয়েছিল নেয়ামত তা অতীত
তবুও মা তুমি বর্তমান প্রতিটা নিঃশ্বাসে,
হারিয়ে যায় না স্মৃতি দৃষ্টির সীমানা
মনের পর্দায় ভেসে ওঠা অনুভব নিরন্তর।