লাল দিগন্তে মেঘের ফাঁকে উঁকি দিলো রোজার চাঁন,
খুশিতে হই আত্মহারা মন করে যে আনচান।


বছর সেরা মাস এলোরে খোদার যেনো অপার দান,
দেহ মনের খোরাক যোগায় আত্মশুদ্ধির রমজান।
জাহান্নামের দুয়ার বন্ধ শৃঙ্খলিত শয়তান,
জান্নাতের দ্বার উন্মুক্ত যে গাওরে প্রভুর গুনোগান।
লাল দিগন্তে মেঘের ফাঁকে উঁকি দিলো রোজার চাঁন।


রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস সিয়াম,
হেলায় খেলায় ছেড়ো নাকো খতম তারাবির কিয়াম।  
মধুর সুরে ভেসে আসে মন মাতানো আজান,
নামাজ পড়তে চলরে সবে ধনী গরিব সমান।
লাল দিগন্তে মেঘের ফাঁকে উঁকি দিলো রোজার চাঁন।


আত্মরক্ষার ঢাল এ রোজা হারাস নেরে কল্যান,
দুনিয়া ও আখেরাতে পাবি দয়া অফুরান।
সম্মানিত ক্বদর রাতে নাজিল হলো কোরআন,
পথের দিশা মিলবেরে ভাই মানলে খোদার ফরমান।
লাল দিগন্তে মেঘের ফাঁকে উঁকি দিলো রোজার চাঁন।


জাকাত ফেতরা গরিবের হক খোলা মনে করো দান,
সেহরি ইফতার ঈদের খুশি বিলায়ে হও মহান।
দয়ার ভান্ডার খুলে দিবে খোদা পরম মহীয়ান,
করবে প্রবেশ বেহেশতে যার দরোজার নাম রাইয়ান।


লাল দিগন্তে মেঘের ফাঁকে উঁকি দিলো রোজার চাঁন,
খুশিতে হই আত্মহারা মন করে যে আনচান।