কাল্ বোশেখের কালো মেঘে আঁধার হোলো দিনের আলো,
ডুবলে তরী গহীন জলে বাঁচার আশা মিছে বলো।


ধরো মাঝি শক্ত হাতে ভরসাতে এ নায়ের হাল,
গুটাও না হে জলদি করে শেষ সম্বল মাছ ধরা জাল।

আল্লাহ্ আল্লাহ্ রাসূল বলো হারাও কেনো মনেরই বল,  
তুফান যতো জোরছে আসুক উথাল্ পাথাল্ ঢেউয়েরই জল।
  
জীবন মরণ খোদার হাতে হায়াত থাকলে মরবোনা চল্,  
সাহস নিয়ে বৈঠা টানরে বিজলী আলো রহোমত বল্।  


কূলে ভিরে বোলো নাকো মাঝির ছিলো অতিশয় বল্,
শেরেক করা প্রভু কভু মাফ করেনা কোনো যে ছল্।