মা কাঁদলে শোকে আকাশ
বৃষ্টি ঝরায় বলে,
শক্ত পাহাড় বুক চিরে দেয়
ঝর্ণা অশ্রু জলে।

সেই মা'কে চিনলি না তুই
পাঠাস বৃদ্ধাশ্রম,
তোদের মতো কুলাঙ্গারের
হয়না যে শরম!


মা হাসলে রাতের আকাশ
লক্ষ তারা জ্বালে,
চাঁদও লাজে টুকরো মেঘে
লুকোচুরি খেলে।

সেই মা'কে বৌয়ের কথায়
করিস না জুলুম,
সেও যে কারো মা হবে তা
ভুলে বেমালুম।


মা জাগলে হাসে রবির আলো
ফোটায় কলি ফুল,
রাখিস আগলে সেই মায়েরে  
করিস নারে ভুল।