মমতা ছড়ায় মায়ের হাসি
নেয় যে কেড়ে দৃষ্টি-
তাঁর অবাক করা ভালোবাসা~
মহান খোদার সৃষ্টি ।।


ওরে গর্ভে ধরে তিলে তিলে
মুখ বুজে, সইলো বেদনা-
আহা জন্ম দিতে কঠিন ব্যথায়~
কতো কাঁদলো আমার মা ।।


শিশুর কান্না শুনে, মুখটি দেখে
পেলো যে সান্ত্বনা -
ক্ষণে উছলে উঠে মায়ের দরদ~
ভুলে যায় যন্ত্রণা ।।


শীতের রাতে মায়ের বুক
দিতো যে উষ্ণতা –
হিশি করে ভিজিয়ে দিতাম~
তবু কমেনি মমতা ।।


আমি ব্যকুল হয়ে ভাবি শুধু  
হাজার রাত্রি দিন-
পাইনা খুঁজে শোধের উপায়~
মায়ের দুধের ঋণ ।।


রোগ শোক আর কতো কষ্টে  
মায়ের এই জিন্দেগী-
খোদা, রহম করে কবুল করো~
তাঁর  সকল বন্দেগী ।।