উড়োজাহাজ থেকে দেখি
নীচে তুলার পাহাড়,
গগন জুড়ে মেঘের ভেলা
এই মহিমা খোদার।


স্কুল কলেজ অফিস বন্ধ
পড়বে আজ তুষার,
পড়া শুনা কাজ নাইরে
মনে আনন্দ সবার।


যার হুকুমে মেঘ হয় বৃষ্টি
তার হুকুমে কর্ণপাত,
ধুনা তুলা যেনো হাওয়ায়
অবিরত তুষারপাত।


স্নোবল ছোড়া গড়াগড়ি
তৈরী তুষার মানব,
বন্ধ করে শাবল-ব্লোয়ার
নয় স্নোপ্লাও দানব।


হিমানীর অনুপম সৌন্দর্য
ধরণীর কলঙ্ক ঢাকে,
শুভ্র চাদর অনিন্দ্য মোহে
দৃষ্টি অপলক থাকে।


গালে তুহিন পতন যেনো
হিম আলতো চুম্বন
ওষ্ঠ পাপড়ি ছুঁয়ে জাগায়
প্রাণে মায়ার বন্ধন।


কি অপরূপ তুষার কণা
ধরলে হয় যে পানি,
জমবে যেথায় হবে উঁচু
কঠিন বরফ জানি।


পাতা ঝরা অরূপ গাছে
কোন শিল্পীর ছোঁয়া,
বিমোহিত আত্মা জুড়ায়
ধন্য এ দৃষ্টি পাওয়া।