সহজে করেছো আপন যারে
বেসেছো ভালো,
অসঙ্গতির করেছো প্রতিবাদ
মন তার কালো।


মেনে নিলে অন্যায় ও অসত্য
স্বার্থপর অনাদর্শ,
টিকে যেতো বন্ধুত্ব হেরে যেতে
তুমি বিকি আদর্শ।


নরকের পথ থেকে ফিরিয়ে
জান্নাতের পথে,
ডাকা দোস্ত হয় যদি দুশমন
যাও তব বিপথে।


ছিল হাজারো বন্ধু তোমার
হয়েছো নিঃসঙ্গ,
দুঃখ করোনা করেছো ত্যাগ
যত খারাপ সঙ্গ!