পলকের দেখায় বিভোর মনটা
হয়েছিলো চরম কাবু,
বাঁকা চাঁদের মোহনীয় হাসিতে
ছিলো যে এমন জাদু।


অন্বেষী মন খুঁজে ফিরে তারে
যুগ থেকে যুগান্তর,
তুমি কি মোরে তালাস করো
হৃদয়ের তেপান্তর?


মনের আয়নায় ভেসে ওঠো-
মুছে স্মৃতির আবরণ,
অনিন্দ্য অনুপম রূপময় তুমি
অমলিন রবে চিরন্তন!