আসল ভুলে নকল ধারায়
বাংলা নব-বর্ষ পালন,
মন্ত্রমুগ্ধ তোষামোদীর মন          
মাত্রা করে সংযোজন।


মঙ্গল শোভাযাত্রা নয়তো    
মুসলিম সংস্কৃতি,
বেপর্দা নাচ গানে অর্চনা  
জীবের প্রতিকৃতি।


ললনাদের বৈশাখী ড্রেস
হাতে গালে আল্পনা,
পাঞ্জাবিতে দামাল তরুণ
উড়াল মনে কল্পনা।


ভিড়ের মাঝে বখাটেদের
পঙ্কিলতার মতিভ্রম,
কঠোর নজরদারী সত্ত্বেও
হারায় নারীর সম্ভ্রম।


উথাল পাথাল মহা খুশির    
বিশাল এ মিলনমেলা,
করতে বানচাল উগ্রবাদী
ছকে গ্রেনেড হামলা।


চড়া দামে ধনীরা খায়  
ভাজা ইলিশ পান্তা,
অনাহারীর নুন আন্তে
ফুরায় অল্প পান্তা..!