দাম বেড়ে গেছে তাই পেঁয়াজের দম্ভ,
নাগালের বাইরে হায় ভোক্তা হতভম্ব!


যারা তৃপ্তির শ্বাসে নেয় মুনাফার গন্ধ,
নেই বুঝি কেউ, করবে সেই পথ বন্ধ।


দিশেহারা মানুষের কপালটা যে মন্দ,
প্রশাসন চাইলেই শেষ হবে দ্বিধা দ্বন্দ্ব।


মিডিয়ায় ভাইরাল পেঁয়াজ তব ট্রেন্ড,
জনতার হাল দেখে দুঃখী সব ফ্রেন্ড!


সিন্ডিকেট-মজুদদারের হবে না দন্ড,
গুদামের পেঁয়াজ পঁচে হও লণ্ডভণ্ড।


ছড়া কবিতায় ফোটে পেঁয়াজের ছন্দ,
ছাদ বাগানীরা লাগায় পেঁয়াজের কন্দ।


আগে যার ঝাঁজে হত গৃহিণীর ক্রন্দন,
দাম শুনে আজ বাড়ে হৃদয়ের কম্পন।


হয়না রান্না পেঁয়াজ ছাড়া এ মত ভ্রান্ত,
বাদ দিলে কেনা, মুনাফাখোর সর্বশান্ত।