আত্মত্যাগ ও সম্ভ্রমের বদলে    
অর্জিত হে মহান স্বাধীনতা !    
ক্ষমতার এতো পালাবদল হয়
তবুও পাইনি স্বাধীনতার স্বাদ ।  


বুক ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে
অক্লান্ত ছুটে চলি ছেচল্লিশ বছর,  
শহর বন্দর গ্রাম থেকে গ্রামান্তর
কষ্টে থেমে যায় হৃদয়ের স্পন্দন ।

শুনি মানবতার আর্ত চিৎকার  
জীবন্ত মানুষের গায়ে আগুন,  
বাতাসে পোড়া মানুষের গন্ধ
একি স্বাধীনতার জলন্ত প্রমান !  


সবুজ ঘাস ও রাজপথ রক্তাক্ত
গলিত লাশ আজো খুবলে খায়  
শেয়াল কুকুর ও শকুনের দল,
উল্লাস করে মানবরুপী হায়েনা ।


ধর্ষিতার বোবা কান্না ও লজ্জায়
পাশে নেই চেতনাহীন সমাজ,
ভুক্তভোগীরা  কপাল ঠুকরেও
ইনসাফের সব দরজা পায় বন্ধ ।


পচা  বিবেকের রাজনীতিতে  
স্বাধীনতা তুমি তুরুপের তাস,  
বিকৃত করে তোমার ইতিহাস  
তুমি নও যেন কোটি জনতার ।  


প্রতিবাদী আওয়াজ থেমে যায়
অজানা এক ভীতির আশংকায়,
দাদাগিরির শেকলে বন্দী আজ  
পরাধীন মোর মহান স্বাধীনতা ।  
              = ০ =