রুপের ঝলকে উথাল পাথাল আবেগী মন,
অপরুপা সে এক বিশাল মহাসাগর~
চোখ তার ডুবে যাওয়ার গভীর নীল সমুদ্র!

সোনালী চুল সৈকতের আঁকাবাঁকা বাঁক
হাসি যেন ঢেউয়ের অবিরত ঝংকার
হৃদয়টা সমুদ্র তলদেশের শান্ত নিস্তব্ধতা,
ক্রোধ তার ভয়ংকর সুনামীর গর্জন!


নিরুদ্দেশ ছোট্ট তরী সেই তরঙ্গিণীর বুকে
সিন্ধুতে বিন্দুর সন্তরণ বেসামাল অনুভূতি
না পাবার নেই সংশয় হলে সলিল সমাধি।

তোমার বক্ষে বিলীন তোমারই অজান্তে
স্পর্শহীন গভীর আবেশে ডুবন্ত ডুবরী!!