বাবা মা যতই বুড়ো হোক না কেন,
সন্তানের ছোট্ট বেলার চেহারা ও স্মৃতি মনে থাকে।


বাবা মা যৌবনের সুন্দরতম সময়
সন্তানের ভবিষ্যৎ গড়ার কাজে কাঁটিয়ে দেন।
বার্ধক্যে পৌঁছুলে  শুনতে হয়-
“ বুড়ো বুড়ি কিচ্ছু বুঝে না।”
জীবন মানে কি দুঃখের সয়লাব?


বয়স বাড়ার সাথে সাথে সন্তানেরা ভুলে যায়-
পিতা-মাতার অতীত চেহারা এবং স্মৃতি,
শুধু ছবিই সময়ের স্বাক্ষী হয়ে থাকে।  


অযত্নে  পরে থাকা-
ধুলো মাখা পুরোনো ছবির অ্যালবামই
স্মৃতি রোমন্থনে এক সময় হয়ে ওঠে অমূল্য সম্পদ!