কল্পনায় হারিয়ে খুঁজি মরণ কালের
অব্যক্ত অনুভূতির শেষ আলাপন!


খালেস দিলে করি তওবার আরজ  
ক্ষমা করো খোদা পাপের পাহাড়,
দিও মরণ যবে রবো সেজদায় পড়ি
দিওনা কবর ও দোজখের শাস্তি
হাশরে দিও ঠাঁই আরশের ছায়ায়।

যা ছিলো ভাগ্যে আমার লিপিবদ্ধ
খাদ্য পানি বিচলন শ্বাস হবে সঙ্কুচিত,  
নিথর দেহে বিক্ষিপ্ত চিন্তায় চঞ্চল মন
আবছা হয়ে গেলো দৃষ্টির প্রখরতা-
চির চেনা মুখ গুলো হলো অচেনা  
মায়ার বাঁধন ছিড়ে পথচলা পরপারে
যাবার ক্ষনে শংকিত নিঃসঙ্গ একা!


মৃত্যুর ভয়ে নিস্তেজ হৃদয়ে কম্পন
শেষ ফোঁটা জল পানে ভিজলো না
সাহারা অধর জিভ গলা বুক অন্তর,
বলহীন জবানে কষ্টে জপি কালেমা        
জীবনের একি ভয়ঙ্কর পরিণতি-
অসহায় অশ্রুবানে নিঃশব্দ কান্না।
  
অন্তিমকালে ঘর্মস্রোতে প্রাণ ওষ্ঠাগত
ভয়াল মালাকুল মউতের আগমন -  
সজোরে হেচকা টানে করে রূহ কবজ,      
ভীষণ কষ্টের পর নেমে এলো আঁধার
ক্লান্ত অবশান্ত যেনো স্বপ্নহীন প্রগাঢ় ঘুম।


হঠাৎ অশান্ত আত্মার জাগরণে শুনি-
স্বজন হারা মানুষের বুক-ফাটা কান্না,
প্রশ্ন করি, কার কি হয়েছে বলবেতো-
কেউ আমায় জবাব দাও না কেন ?
তোমরা কি আমায় দেখছো না ?
আমি যে কাউকে ছুঁতে পারছিনা ?
তাহলে কি আমারই মৃত্যু হয়েছে...


আজীবন যে দেহে ছিল এ আত্মার বাস  
তা আজ বারান্দায় অযত্ন অবহেলায়-
ময়লা চাটাইয়ে রেখেছে শোয়ায়ে,
এ নির্জীব মূল্যহীন আমার লাশ!


ভেসে আসে মাইকে জানাজার এলান,
দিলো বরই পাতার গরম জলে গোসল
তড়িৎ আতর গোলাপ সুরমা মেখে
পড়ালো পার্থিব শেষ বস্ত্র সাদা কাফন,  
জুটলোনা কোনো সম্পদের ভাগ!


খবর এলো খোঁড়া হয়েছে কবর -
খাটিয়ায় কাফনের মুখ খোলা লাশ
শেষ দেখা দেখে আহাজারি স্বজনের,  
করুণ সুরে জপে সব কালেমা শাহাদত
কাঁধে চড়ে শেষ যাত্রা গোরস্থানের পথে।


চিৎকার করে বলি একটু থামো -
আমিও আর একবার দেখে নেই
প্রিয় মুখ, কষ্টে গড়া বাড়িঘর সম্পদ,
শুনলো না কেউ, হায় আফসোস!

সারিবদ্ধ জানাজায় চেনা অচেনা মুখ
জন্মেই শুনেছিলাম যে আজান -
মরণের পর হলো সেই নামাজ।
  
দ্রুত তুলে খাটিয়া নামালো নিয়ে
সাড়ে তিন হাত খোঁদা কবরের ধারে,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ
বলেই, সযত্নে শোয়ালো মোর লাশ সেথা।

কর্তিত বাঁশ চাটাইয়ে পড়ি ঢাকা,
এবার জনে জনে মুষ্টি ভরা মাটি দিয়ে কয়
মিনহা খালাকনা কুম, ওয়াফীহা নুয়ী’দুকুম
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
  
শুনি কোঁদালের ধুপধাপ মাটির শব্দ
মাটি চাপা অন্ধকারে হই ভীত সন্ত্রস্ত,  
এ দুঃসময়ে যেওনা আমায় ছেড়ে একা
শোনেনা আকুতি ভরা আমার আর্তনাদ।

হে মাবুদ, এসেছি ফিরে তোমার কাছে
পরকালের প্রথম ঘাঁটিতে দিওনা মোরে
পাপের দন্ড, করোনা অপমান নাজেহাল,
মুনকার নাকিরের ছাওয়াল জবাব -  
করে দাও সহজ হে মহান করুনাময়।
  
তোমার একত্বে আছে দৃঢ় বিশ্বাস প্রভু
রাসূলের (সাঃ) প্রতি ভালোবাসা অঢেল,  
এনেছি সাথে টুটাফাটা তুচ্ছ নেক আমল
মিলবে তো নাজাত হে পরওয়ারদিগার!