.
                থাকো যদি হয়ে নরম
               ভাববে সবে তুমি অক্ষম,
             দেখাবে সবাই মেজাজ গরম
            খাঁটাতে তোমায় পাবেনা শরম,
          সৎ হলে পদে পদে পাবে দুঃখ চরম
         ঠকাবে আপনজনও ভাগ বন্টনে অসম,
        আদায় করো অধিকার মিলবে শান্তি পরম
       আজব এই দুনিয়া শক্তের ভক্ত নরমের জম,
      বিফল হওয়ার জন্য নয়তো মোদের এই জনম
    জয় করে ভয় এগিয়ে যেতে চাই সাহস আর উদ্যম,
  সত্য বললে কইবে লোকে ছিলে ভদ্র হলে কেন্ অধম
চোখ বুজে যে সয় অন্যায় পঁচা সমাজ কয় তারে উত্তম ।