সমুদ্রের কাছ থেকে ধার করা
কষ্টের ঘাম আর লবনাক্ত অশ্রু,
বয়ে চলে অবিরত কষ্টের ঢেউ।
টুটেনি এতো অল্পে ধৈর্য্যের বাঁধ
এমনি কাঁদেনি চোখ মাথা নুয়ে,
শ্বাস অবরোধ যন্ত্রণার চাপায়
চৌচির অলিন্দ নিলয়ের দেয়াল।
অতীত হারিয়ে যায় বর্তমানে -
বর্তমান মিলিয়ে যাবে ভবিষ্যতে,
একটু আলোর অপেক্ষায় অস্থির
আঁধারে কয়েদ রয় সুখের অঙ্কুর।
বুঝিনি এখনই সময় নয়তো নয়
অন্যের চাহিদা পূরণে বেলা শেষ,
নিজ পছন্দের প্রহর হয়নি দেখা!