ভাঙ্গনের সুর যত্রতত্র
গড়নের নেই স্বপ্নমন্ত্র।

বাহ্যিক মিষ্টি আচরণ
অন্তরে তিক্ত আবরণ।


হলে সব আত্মকেন্দ্রিক
জীবন হবেতো যান্ত্রিক।  


কারো প্রতি নেই সম্মান
অহরহ বিবাদ বিদ্যমান।


নেই যে স্নেহ ভালোবাসা
হারিয়ে যায় বাঁচার আশা।

এক তরফা চাই শুধু চাই
না হয় ঘাড় মটকে খাই।  


না পাওয়ার হিসাব নিকাশ
চেতনার হয়নারে বিকাশ।


সম্পর্কের নেই পরিচর্যা
অহংবোধের চলছে চর্চা।
  
ঘটে বিচ্ছেদের হাহাকার  
প্রজন্ম হয় কষ্টের শিকার।


ভাঙ্গে মন ঘর ও পরিবার
নেই কেউ পতন রুখবার।


ইনসান ভুলে ইনসানিয়াত
ধর্ম ছেড়ে অধর্মে বাইয়াত।