সভ্যতার কলঙ্কে নিঃসম্বল দীর্ঘশ্বাস!
প্রজন্ম আওরায় রক্তমাখা স্লোগানের_
মিথ্যে মুখভঙ্গি!
এই নগরীর নাগরিক মিছিলে হারিয়েছে
আমার রাত জেগে হাটা- লেমপোস্ট যার সঙ্গী।


জীবনের আশিতম বসন্ত!
চেয়ারে গা হেলিয়ে বসা, দুপুর-বিকাল সন্ধিক্ষণে।
আজ আমি বরই ক্লান্ত
নীলাকাশে চোখ ডুবানো আনমনে।
দুপুরের আলোয় অদেখা তারার ভিড়ে
হারানো তারা খুঁজি।
হারানো সময়ে হারিয়ে সব
হারানো স্মৃতিগুলোই পুঁজি।
এই শহরের অচেনা মুখের আড়ালে
খুঁজে বেড়ানো সেই চেনা মুখ।
সময় সব সাজিয়ে নিয়েছে তার খেয়ালে,
শুধু এনেছে জীবনের অন্তীম ভয়াবহ সুখ।
ঘুমিয়েছে আজ পলাতক মেঘ
হারিয়েছে তার গতিপথ।
আলোক রেখা পার হয়ে হেঁটেছে
সীমার সীমানা ভাঙা রথ।


জীবনের আশিতম বসন্ত!
হাজারও মানুষ,
শুধু থমকে আছি আমি।
হাজারও ইট-পাথরের যান্ত্রিক জীবন
যখন দেখি চেনা মানুষের ভিড়ে
কেউ নেই আপন একান্ত আপন।
তখনি রুপ চিনেছি,
সব শেষে পূর্ণতা পেয়েছি শুন্যতায়।
পথের মাঝে থমকে দাঁড়িয়ে
প্রথম থেকে শুরু করার অভিপ্রায়!
ভাঙা গিটার, ছিড়ে গেছে দুটি তার
সুর নেই আজ এই বিকালে।
অতৃপ্ত হৃদয়, ভগ্ন শরীরে মন্থর সময়
সুখ নেই আজ এই কপালে।
আশায় আর বুক বাঁধে না,
রঙিন সুরে গলা সাধে না,
আজ এই অলসতা নিকষ কালো যন্ত্রণাময়।
শেষ তরী বাইবার প্রতীক্ষায়
প্রহর গুনে দগ্ধহৃদয়!