যখন আমি হারাতে চাই নীলজল দিগন্তে,
তখন আমি তোমার চোখে তাকায়।
খুব ভালোবাসি যে তোমায়!
প্রজাপতির ন্যায় উদ্দাম অভিজাতীয়
সুখ এসে যায় নিজের অজান্তে!
বল, তাকে কি নামে ডাকি?
তোমার কাজল স্ফীত চোখ দেখে আজ,
পরাজিত আমার আঁখি!
মন চায় বৃষ্টি পড়ুক আজ
ধুয়ে দিতে ঐ মুখ লুকানো লাজ!
বারি বাদলে ছেয়ে যাক আকাশ,
তোমার রক্তিমা লজ্জা মাখা হাওয়া
ঘিরে ধরুক আমার চারিপাশ।
তোমার সাগরের ঢেউয়ের মতো ঠোঁটে_
আর ঠোঁটের কোনায় এক চিমটে হাসি,
শত রাজ্যের রাজত্ব জয়ের সুখ
তার কাছে ভাসি!


তোমার শব্দহীন নিশ্চুপ চাহনি যেন
না বলা এক স্বর্গানুভূতির জন্ম দেয়।
তাকিয়ে দেখি আমি সারাদিন,
সারাক্ষণ যেন স্বর্গে সময় ব্যয়!
আজ কদম সুবাসিত মুহূর্তে _
লোভিত সুর্যের ক্ষনিক আলোর এই সন্ধ্যায়,
পুলকিত ধ্বনিতে বলতে সাধ জাগে_
"তোমার চোখের মনিতে শুধু আমি থাকতে চায়!!"
না জানি কোন মাহেন্দ্রক্ষণে তোমার কানে বলব_
“ভালোবাসি তোমায়,তোমার ভালোবাসা চাই!!”