ভোর হতে এখনও বাকি!
এখনও চাঁদ নেই, আলো দেয় জোনাকি।
কাল বাকি, মহাকাল বাকি, মহাশুন্য বাকি,
বাকি'র এই বাকি'র খাতায় জীবন পুরোটাই ফাঁকি।


এখানে লেখা যত রঙিন কথা,
পুরো দমে কাজ করা কিংবা অলসতা,
লেখা যত চিরসবুজ রক্তিম স্বাধীনতা,
ধূসর রঙে গিলে খায় সন্ধ্যার মলিনতা।
ছেয়ে যায় সাদা-কালো মেঘ,
ফিরে আসে হাতের কাছে দূষিত আবেগ।
হাঁটুতে মগজ, ভালো'র বংশসুদ্ধ ত্যাগ,
মনে হয় যেন আলোর থেকেও দ্রুত তার বেগ।


হাসি পাই! তবু হাসি না, ঘুম যদি ভেঙে যায়,
জোনাকিরা রেগে যায়, চাঁদের বুড়ি খবর পায়,
অন্ধকার ছেয়ে যায় নিকোষ কালো যন্ত্রণায়!
এই মহারাত,মহাসমুদ্রের ন্যায়,পার করব কি উপায়?