একটা আকাশ অচেতনে সাগর পানে চায়,
সাগর তারে প্রতুত্তরে গর্জন শোনায়।
কেউ সাঁতরায়, ডুবে যায়,
চোখ মেলে চেয়ে দেখে সূর্য অস্তমিত প্রায়।
আকাশ জুড়ে ক্রোধের মিছিল,
সাগর শুন্যতায়।
চেয়ে দেখে, অদূর কিনারায় বেলা পরে যায়।
কে আসবে জাহাজ নিয়ে, কে বাঁচাবে তারে?
ডুবে ডুবে ভেসে উঠে, ভেসে ডুবে মরে।
বেলা শেষে ভেলা ভাসে, আনন্দ জোয়ার।
কত যায়, কত আসে, কত পারাপার।
বেলা ফুরালো, সন্ধ্যে হলো, আলো হারালো দূরে
ক্রোধের মিছিল বন্ধ হলো বিকেল আকাশ জুড়ে।