মহাবল শুন্য বলে হারিয়ে যায় গোলকধাঁধায়
মন চায় নাচতে আজও,নাচ কি আদৌ আমায় মানায়?
হার মানা মন প্রহসনে,
যায় ছুটে যায় নির্বাসনে।
আসলে আশ্বিন, দেখা হলে হতেও পারে
মাঝে মাঝে খবর নিও, পত্র দিও বিনা তারে।
কে আর পারে পার করতে নাও, বৈঠা হাতে তুলে নিতে?
কে পারে বুক চিতিয়ে চলতে স্রোতের বিপরীতে?
আমি তো ভাই উল্টো লোক, উল্টো পথে চলি
হারার আগে মানি না হার, ফের উঠি জ্বলি।
ধ্বংস করি অংশবিশেষ পাপ-তাপ-ভয়
জড়া খসড়া আনুষ্ঠানিক ভাবের বিনিময় ।
ছিঁড়া সুতায় ইচ্ছে উড়ায়, ইচ্ছে বাঁধি রঙিন তটে
আমি হাঁটি দূর্বাঘাসে, তোমরা রেড কার্পেটে।
তোমাদের সাথে আমার কি যায়? না আচরণ না বেশ ভুসায়।
আমি তো ভাই উল্টো লোক, উল্টো পথে যায়।
তোমাদের এই প্রহসনে হাসতে নাকি মানা?
উড়তে গেলে পরতে হয়, ছাটাই করা ডানা?
বোকা বাক্সে বন্দী থাকো, শিকল বাঁধা পায়
শুঁকনো কষ্ট জমিয়ে রাখো চোখের কিনারায়?
একবার চোখ খুলে ধুনিয়াটা দেখো, কত রঙিন!
শিকল ছিঁড়ো, ডানা বানাও, আজকে খুশির দিন।
তোমরা হাসলে হাসি থামায়, কিসের প্রহসন?
একবার হেসে দেখো, কমবে জ্বালাতন।
জানি তুমি কঠিন মানব চিতায় পুড়ে পুড়ে
অতীত'টা আজ থাক পরে থাক দৃষ্টি-অগোচরে।
চলো আকাশ ফুঁড়ে আবার উঠি পাহাড় বেয়ে নামী
বুজলে জনাব, আমার কাছে বর্তমানটাই দামী।
কারো কাছে এসব কথা কেবল ছটাক বানী
আমি তা জন্ম থেকেই সত্য বলে জানি।