শুকনো পাতারা উড়ে গিয়ে পড়ছে দূরে,
সে বিচ্ছেদ গভীর মনোযোগে দেখছে সময়।
রাত জেগে ভিজছে সবুজ শিশিরের ছোঁয়ায়।
আর আমি গুনছি প্রহর,
সময় গিয়েছে ঢের অজুহাতে।
এমন এক বিষন্ন রজনীকে বিদায় জানাবে প্রকৃতি।
অথচ এই বিষন্নতার প্রতিটা গিটে ছিলো প্রেম, ছিলো স্বপ্ন, সাজানো ঘর।
তুমি বরং লুকিয়ে দেখো কিভাবে আপন হয়ে যায় পর।


ছাব্বিশনভেম্বর
দুইহাজারঊনিশ