একটা বুক জায়গার স্বল্পতা,
অথচ ওখানেই মাথা ঠুকে,
মুখ গুমরে পড়ে থাকে কত ক্রেতা!
নীরবে অশ্রুপাত করে নিশিতা...
কত শত ভেবে,আবার কাজে নেমে পড়ে,
কারণ সে বেশ্যা!!
রাত জুড়ে ভোগ করে সুশীল সমাজ যাকে,
রাত পেরুলে বেশ্যা ডাকে তাকে!
আর যে ভোগ করে যায়, সে সুপুরুষ!
তার সাথে আর যাই হোক পতিতা/পতিত শব্দ যায় না!!!


"সমাজে অবহেলিত নারী" কবিতার কমেন্টস থেকে
  
২ রা ডিসেম্বর, ২০১৮
      রাজশাহী